
ফরিদগঞ্জ পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যৌথবাহিনীর উদ্যোগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকাধীন ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের বিভিন্ন অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, থানার সহকারি উপপুলিশ পরিদর্শক সাকিল হাসানসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিংসহ বিভিন্ন ভাবে সতর্ক করা হয়। কিন্তু এর পরেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান বলেন, অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফরিদগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।