
চাঁদপুরেও শিশু আছিয়া ও দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবোরধ করেছে জেলার সর্বস্তরের শিক্ষার্থীরা।
মো: রাকিব ভূইয়া, ইসরাত জাহান বিন্দু, জুবায়ের ইসলাম আসিফ ও মরিয়ম মাহি সহ বেশ কয়েকজনের নেতৃত্বে সোমবার দুপুরে শহরে হাসান আলী মাঠে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে মিছিলে ব্যানার, পেস্টুন নিয়ে জড়ো হয়।

শিক্ষার্থীদের প্লেকার্ডে জাগো জাগো, ছাত্র সমাজ জাগো, পোশাক নয়- মানসিকতা বদলাও, ধর্ষণকে রূখব সবাই নীরবতা আর নয়, ধর্ষকের একটাই ঠিকানা জেলখানা।

পরে তারা হাসান আলী মাঠ থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
বক্তারা বলেন, মাগুরার শিশু আছিয়া আর চাঁদপুরের কিশোরী রোজিনাকে নির্যাতনের আসামী সনাক্ত হয়েছে। তাদেরকে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।