
আনন্দঘন পরিবেশে ‘দৈনিক আলোকিত চাঁদপুর’ পত্রিকার অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন সংস্করণ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেনর সভাপতিত্বে ও যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু’র তত্ত্ববধানে পত্রিকার অনলাইন সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য চাঁদপুরের কৃতি সন্তান মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদ হাসান।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসি। দেশের মানুষও সংবাদ পত্রের স্বাধীনতা চায়। বর্তমান সরকারের সময়ে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকা যে অনলান অভিযাত্রা শুরু করেছে তা খুবই আনন্দদায়ক। দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার অনলাইন পূনঃপ্রকাশে আমি ব্যক্তিগতভাবে পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেনকে ধন্যবাদ জানাই। কারন তথ্য প্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই পাঠকর দেশ বিদেশের খবরা খবর জানতে পারে।
প্রধান অতিথি বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিলো না। আমি প্রত্যাশা করি এ পত্রিকাটি নৈতিকতা ও প্রতিবাদের ধারা বজায় রাখবে এবং নির্যাতিত মানুষদের মুখপত্র হয়ে কাজ করবে।
পত্রিকার প্রতিনিধি মাহবুব অলিউল্লাহ’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম সদস্য সচিব হাছান মিজি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম, সদস্য সচিব আল-আমিন সুমন, যুগ্ম সদস্য সচিব মাহবুব অলিউল্লাহ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি.এম. মানিক, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান পারভেজ, সদস্য সচিব মোঃ রুবেল হোসেন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ ফারুক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।