
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন।
২৪ এর গণঅভ্যুত্থানে অন্যতম অংশীদারিত্ব রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩শ’ আসনে প্রার্থীতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারুণ্যের আইকন ডাকসু’র সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী এবং মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গণঅধিকার পরিষদের দলীয় দপ্তরে প্রদান করার আহবান জানানো হয়।
বৃহস্পতিবার রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর হাতে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেন তার জীবন বৃত্তান্ত তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীগণ জনতার সাথে মিশে তাদের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে একটি মানবিক ও গনতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে। সেই গনতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতা মূলক জনবান্ধব প্রশাসনিক ব্যাবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এই সরকার কেয়ার টেকার সরকার না, অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার ৩ মাসের কোন দায়িত্ব প্রাপ্ত সরকার না।
এ সময় সাংবাদিক জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান এবং দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের নেতৃত্বে আমরা বদ্ধপরিকর। চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।
দলীয় দপ্তরে জীবন বৃত্তান্ত তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য চাঁদপুরের কৃতি সন্তান মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম সদস্য সচিব হাছান মিজি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম, সদস্য সচিব আল-আমিন সুমন, যুগ্ম সদস্য সচিব মাহবুব অলিউল্লাহ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি.এম. মানিক, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান পারভেজ, সদস্য সচিব মোঃ রুবেল হোসেন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ ফারুক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।