
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার অনলাইন সংস্করণ উদ্বোধন হতে যাচ্ছে। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন সংস্করণ উদ্বোধন করবেন।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন। সার্বিক তত্তাবধানে থাকবেন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন পত্রিকার চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি মাহবুব অলিউল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ।