
চাঁদপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন কারণে সড়ক পরিবহন আইনে ৬ জনকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে শহরের ওয়ারলেস মোড় ও গাছতলা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সড়কের গাছতলা ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট করা হয়।
তিনি আরো জানান, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর জন্য সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।