চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তার পদে পরিবর্তন এনেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
২০ অক্টোবর জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, চাঁদপুর পৌরসভার বর্তমান হিসাবরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমানকে বদলি করে বাঁশখালী পৌরসভা (চট্টগ্রাম)-এ পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীকে চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, উভয় কর্মকর্তাকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে তাঁদের স্বপদে অবমুক্ত (Stand Released) গণ্য করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এ আদেশে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের দিন থেকেই তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক বিভাগ শহরের আর্থিক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন মো. মশিউর রহমান। তাঁর বদলির ফলে নতুন কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীর দায়িত্ব গ্রহণে পৌরসভার আর্থিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: স্থানীয় সরকার বিভাগ, গৌর-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.