জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর তথাকথিত 'আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন' একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ইংরেজি ভাষার পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ দাবি করেন, পিআর আন্দোলনের নামে জামায়াত একটি কৌশলগত ষড়যন্ত্র চালিয়েছে। তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যমে মূলত ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করা হয়েছে এবং রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।
নাহিদ লেখেন, ‘ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন একটি গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম যা জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংবিধানের কাঠামোগত পরিবর্তন আনবে।’
তবে তার অভিযোগ, জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ‘ছিনতাই’ করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে ‘পিআর ইস্যু’ ব্যবহার করেছে। তাদের লক্ষ্য ছিল না কোনো বাস্তব সংস্কার, বরং ‘কৌশলী প্রতারণা’।
তিনি আরও বলেন, ‘জামায়াত কখনোই গঠনমূলক আলোচনায় অংশ নেয়নি—না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনো সাংবিধানিক প্রস্তাব বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি।’
নাহিদের দাবি, জামায়াতের হঠাৎ ‘সংস্কারের’ পক্ষে অবস্থান গ্রহণ কোনো আদর্শগত রূপান্তর নয়, বরং এটা ছিল রাজনৈতিক অনুপ্রবেশ এবং সংস্কারের ছদ্মবেশে নাশকতা চালানোর একটি প্রয়াস।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। জনগণ এখন জেগে উঠেছে এবং আর কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারীর দ্বারা প্রতারিত হবে না।’
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.