ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমোদন দেওয়া হয়। এরপর অক্টোবরের শুরুর দিকে আরেকটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কোন দেশ থেকে এবং কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। দলীয় একটি সূত্র জানিয়েছে, জাপান থেকে গাড়ি আমদানির বিষয়ে আলোচনা চলছে।
বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে জনসংযোগে অংশ নেবেন। এ অবস্থায় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি সংগ্রহ করা হচ্ছে।
এদিকে বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তবে এখনও সে আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.