জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, এনসিপির দলীয় প্রতীক শাপলা নির্বাচন কমিশনের বিধিমালায় দেয়ার কোনো সুযোগ নেই।
এ সময় তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনে আসা-না আসার বিষয়ে কোনো কথা বলতে চান না কারণ এটা রাজনৈতিক বিষয়।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরির্দশনের পরসাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তৃণমূল পর্যায়ে একটা ভোটকেন্দ্রে এলাকার কি রকম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছেন বলে জানান নির্বাচন কমিশনার।
আনোয়ারুল ইসলাম বলেন, ভোট দেওয়া সাবলীল করতে নারী, পুরুষ, প্রতিবন্ধীসহ সব ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একটা অবাধ ও সুষ্ঠু নিবার্চন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিশৃংখলা বজায় থাকে, আর অবকাঠামোগত সমস্যা আছে কি না তাই দেখতে এসেছি।
দুর্গম এলাকার সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিজাইডিং অফিসারদের সহযোগিতার জন্য সব ব্যবস্থা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।
আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে- প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এমন তথ্যের পর থেকেই কর্মপরিকল্পনা করা হয়েছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে আজ ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসা।
এ সময় নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন অফিসার সিলেট বিভাগ মো. আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.