নির্বাচনকে সামনে রেখে কেউ চাচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে, আবার কেউ চাচ্ছে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে। তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে কী থাকবে? — এমন প্রশ্ন তুলে তালবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউছার আহমেদ চাঁদপুরী বলেন, জাকের পার্টি এর ব্যতিক্রম। আমরা শুধু বাংলাদেশের মানুষের কল্যাণ চাই।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় জাকের পার্টি চাঁদপুর–৩ (সদর ও হাইমচর) আয়োজিত ইউনিয়নভিত্তিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা কাউছার আহমেদ চাঁদপুরী বলেন, ৫৪ বছরের ইতিহাসে আমরা সত্যিকারের ভোট দিতে পারিনি। জাকের পার্টির চেয়ারম্যান হিসেব করে দেখেছেন—দেশের মানুষ আজও বঞ্চিত। ড. ইউনুস সাহেবের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের নিয়ে কেউ যেন আর ছিনিমিনি খেলতে না পারে। যতবার বাংলাদেশে আশা-আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। ক্ষমতায় আসার পর প্রতিটি সরকারই প্রশাসনকে নিজেদের মতো ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভরসার প্রতীক সেনাবাহিনী ও পুলিশের ইজ্জত আজ টানাটানির শিকার। নির্বাচনকে সামনে রেখে নানা রাজনৈতিক দল নানা ভাষায় কথা বলছে। কিন্তু একমাত্র মোস্তফা আমীর ফয়সাল এদেশের মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি ও সামগ্রিক কল্যাণ নিয়ে কাজ করছেন। আগামীর বাংলাদেশ হবে মোস্তফা আমীর ফয়সালের বাংলাদেশ।
তিনি বলেন, আজ দেশে চলছে চাঁদাবাজি, রাহাজানি ও হানাহানির রাজনীতি—এর একটিতেও জাকের পার্টি নেই। মোস্তফা আমীর ফয়সাল আমাদের কখনো সেই শিক্ষা দেননি। দেশের প্রতিটি বিপদে জাকের পার্টি সবসময় মাঠে থেকেছে। এখন আর বাংলাদেশের মানুষকে নয়ছয় বুঝানো যাবে না। বর্তমানে ৪ কোটি তরুণ ভোটার রয়েছে—তারা কিন্তু এখন সচেতন। যদি একজন কলঙ্কমুক্ত নেতা চান, তাহলে প্রয়োজন মোস্তফা আমীর ফয়সাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জেলা সভাপতি কাজী মাহবুবুর রহমান, সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহ আলম বেপারী, সিনিয়র সহসভাপতি আ. মজিদ শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—যুব ফ্রন্টের জেলা সভাপতি দেলোয়ার হোসেন রাশেদ, জাকের পার্টি জেলা শিল্প বিষয়ক সম্পাদক (দ:) ও ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা উত্তর মামুদ হাসান মাহমুদ তুহিন, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত মারুফ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের মহাসিন ডাক্তার, কৃষক ফ্রন্টের সভাপতি হারুন গাজী, বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আব্দুল খালেক ঢালীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.