‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। বুধবার দুপুরে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সরাসরি শিক্ষার্থীদের হাত-ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। পরে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য ভালো রাখার প্রথম ধাপ হলো পরিচ্ছন্নতা, আর তার সূচনা হলো হাত ধোয়া। প্রতিদিনের কাজের আগে ও পরে হাত ধুলে ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
বক্তারা আরও বলেন, অতীতে শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের হাত ও নখ পরীক্ষা করতেন, পরিচ্ছন্নতা বজায় আছে কিনা তা নিশ্চিত করতেন। কিন্তু এখন সেই অভ্যাস অনেকটাই হারিয়ে গেছে। অথচ হাতের অস্বচ্ছতা থেকেই অনেক রোগের সংক্রমণ ঘটে। তাই এখন থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে গড়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
চাঁদপুরে এভাবেই শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়েছে হাত ধোয়ার গুরুত্ব যাতে গড়ে ওঠে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসচেতন ও রোগমুক্ত সমাজ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.