মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সরকারের কাছে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা।
তবে, অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্মসূচি একদিন এগিয়ে আনা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।
এদিকে, আন্দোলনের ফলে আগামীকাল থেকে সারাদেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.