চাঁদপুরে সম্পন্ন হলো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এ কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
দুটি কর্মশালা শনিবার দুপুরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা ও চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের প্রশিক্ষণ নেন।
কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার এডমিন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান, উইকিমিডিয়া স্টুয়ার্ড মোহাম্মদ ইয়াহিয়া ও শাকিল হোসেন রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।
এসময় সংগঠকের মধ্যে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় সমন্বয়ক মো.দেলোয়ার হোসেন, সহ-সমন্বয়ক আবদুল গনি, সদস্য কেএম সালাউদ্দিন ও আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.