চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম কাসেমী।
তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এরকম একটি মানবিক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়ার জন্য। রোকনুজ্জামান রোকন ভাই যে মানুষের কল্যাণে এভাবে কাজ করেন তা আমি ৪০ বছর আগের থেকেই জানি। আমি তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এখানে আজকে যে হাজার এর বেশি রোগী এসেছে চিকিৎসা নেওয়ার জন্য আমি দেখে খুব খুশি হলাম । চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এটা প্রশংসার দাবিদার। আজ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চক্ষু শিবির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান অধ্যক্ষ আমি রোকনুজ্জামান ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি যেন মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে পারেন।
হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কুমিল্লা অন্ধ কল্যান সমিতির দেলওয়ার হোসেন।
মাওলানা দেলোয়ার আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম কাসিমী।
আলোচনাসভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ৪ জন চিকিৎসক প্রায় ১১ শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক রহিম কবিরাজ, শিক্ষিকা লাকি আক্তার, মিম আক্তার, লামিয়া আক্তার, দিলরুবা আক্তারসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.