তালেবান সরকার আফগানিস্তানে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে দেশজুড়ে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট নেমে এসেছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে “সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট”-এর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও জানিয়েছে, তারা রাজধানী কাবুলে নিজেদের অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। শুধু মোবাইল ইন্টারনেটই নয়, স্যাটেলাইট টিভি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
রয়টার্স জানায়, অতীতে তালেবান নেতৃত্ব অনলাইন পর্নোগ্রাফি ও সামাজিক মাধ্যমে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছিল। এবার সেই পদক্ষেপ সারাদেশে বিস্তৃত হলো।
আফগান বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের দর্শকদের সতর্ক করে জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ফোনের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র পুরনো টু-জি নেটওয়ার্ক সক্রিয় থাকবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ‘অপরাধ মোকাবিলার জন্য’ কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক কেবল কেটে দেয়া শুরু করে তালেবান। বালখ প্রদেশে তালেবান মুখপাত্র প্রকাশ্যে জানিয়েছিলেন, পাপ প্রতিরোধের উদ্দেশ্যে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা হয়েছে এবং বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। একই ধরনের বিধিনিষেধ উত্তরাঞ্চলের বাদাখশান ও তাখরসহ দক্ষিণের কান্দাহার, হেলমান্দ, নাঙ্গারহার ও উরুজগান প্রদেশেও কার্যকর করা হয়েছে।
আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইন্টারনেটের গতি ফোর-জি থেকে টু-জি’তে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এতে দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারী লেখকদের বই সরিয়ে দেয়া, মানবাধিকার ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক শিক্ষা বন্ধ করা এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে কঠোর সীমাবদ্ধতা আরোপের ঘটনা ঘটে।
নারী ও কন্যা শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ১২ বছরের পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ, এমনকি নারীদের জন্য শেষ সুযোগের পড়াশোনার পথ হিসেবে থাকা ‘মিডওয়াইফ কোর্স’ও ২০২৪ সালের শেষে বন্ধ করে দেয়া হয়েছে।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে ইসলামের ব্যাখ্যা অনুসারে ‘অনৈতিকতার বিরুদ্ধে লড়াই’ করার কথা বলে তালেবান সরকার অসংখ্য কঠোর বিধিনিষেধ কার্যকর করেছে। সর্বশেষ টেলিযোগাযোগ ব্ল্যাকআউট সেই ধারাবাহিকতারই অংশ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.