শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার সন্ধ্যা থেকে রাত তিনি উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে যান।
এ সময় তিনি নিজমেহার দক্ষিণপাড়া, ছিখটিয়া কবিরাজবাড়ি, ছিখটিয়া ঠাকুরবাড়ি, পালপাড়া, নাওড়া ঠাকুরবাড়ি ও বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজামন্ডের আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ইউএনও নাজিয়া হোসেন জানান, প্রশাসনের তরফ থেকে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি। এছাড়াও জরুরি সেবার জন্য মন্ডপ সংশ্লিষ্টদের প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের জরুরি নম্বর সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনকালে শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল ইসহাক, উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রমতে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে এবং আগামী ২ অক্টোবর মহাবিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.