বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশির সহযোগিতায় চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩ জন অসহায় রোগীর চোখের ছানি অপারেশন করানো হয়েছে। রবিবারে এই ৩জন রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ আছেন।
গত ২২শে সেপ্টেম্বর ৬ জন রোগীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছিল। এর মধ্যে ৩ জন রোগীর ডায়াবেটিসে আক্রান্ত সহ অন্যান্য সমস্যা হওয়ায় তাদেরকে ঔষধ ও চশমা প্রদান করা হয়।
২২শে সেপ্টেম্বর সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে ২৭শে সেপ্টেম্বর হসপিটালে ভর্তি করানো হয়। ২৮শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় অপারেশন করানো হয়।
"বিজয়ীর আলো" স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন - বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। গত ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে রোগীদের অপারেশন এর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে আমরা কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনামূল্যে প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। গত কয়েক মাসে ৩০ জন নারী পুরুষের বিনামূল্যে চোখের ছানী, নেত্রনালীর অপারেশন করানো হয়েছে। আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, বিজয়ীর এডভাইজার কানিজ ফাতেমা, নিলুফার করিম, মরিয়ম জামিলা এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়।
ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.