“কারিগরি শিক্ষা নিলে, দেশে-বিদেশে কর্ম মিলে – একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫।
শনিবার সকালে কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে এ্যাসেট প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের চালিকাশক্তি। কারিগরি শিক্ষার মাধ্যমে তারা শুধু নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করবে না, বরং সমাজ ও দেশকেও এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিকান্দার। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন করেন। পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক রোবটিক্স, কৃষি ও শিল্পভিত্তিক উদ্ভাবনী মডেলসহ নানামুখী প্রজেক্ট শিক্ষার্থীরা উপস্থাপন করে। অতিথিরা এসব প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করেন।
এবারের প্রতিযোগিতায় - প্রথম স্থান অর্জন করে মেশিন অপারেশন শাখার তৈরি প্রজেক্ট “শিল্পের জন্য কার্বন পরিশোধন ব্যবস্থা”, দ্বিতীয় স্থান অর্জন করে জেনারেল ইলেকট্রিক্যাল শাখার প্রজেক্ট “পাহাড়ি এলাকায় সতর্কীকরণ ব্যবস্থা”, তৃতীয় স্থান অর্জন করে আইটি সাপোর্ট শাখার প্রজেক্ট “হাইড্রোপার্মিক সিস্টেম”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, প্রযুক্তি ব্যবহারে আগ্রহ সৃষ্টি করে এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেয়।
শিক্ষক ও অভিভাবকদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে, মাদক ও নেতিবাচক ধারা থেকে দূরে রাখছে এবং ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে সঠিক দিকনির্দেশনা দিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.