শাহরাস্তি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আঁখি আক্তার (১৮) নামে আলিম দ্বিতীয় বর্ষের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহনন করেছেন। গত বুধবার উপজেলার কাকৈরতলা (তনুর বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আঁখি আক্তার ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ঘটনার বিবরণ পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর আঁখি নিজের কক্ষে ঘুমাতে যান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা সুফিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন আঁখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও শাহরাস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বড় ভাই মহিউদ্দিনের ধারণা, একটি প্রেমের সম্পর্কে ব্যর্থতার কারণেই আঁখি আত্মহননের পথ বেছে নিতে পারেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রায়শ্রী উত্তর ইউপির রশিদপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের মা প্রথমে সম্মতি দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় আঁখি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করলে শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা (নং-০৫/২৯, তারিখ: ২৪/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই (নিঃ) মনিরুজ্জামান।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.