বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ থেকে মিছিল বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিন করে পশ্চিম বাজার চৌরাস্তায় শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা মজলিসের সূরার সদস্য হাফেজ মীর হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পতনের পর এই দেশে সুস্থ নির্বাচনের দাবি উঠেছে, সুস্থ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামীর শুধু নয় জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও একজোট হয়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা নির্বাচনমূখী দল যারা বলছেন আমরা নির্বাচন বানছালের জন্য কাজ করি এটি আসলেয় তাদেরই কথা। আমাদের দাবি জাতীয় নির্বাচন সুস্থ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ ছাড়া আমরা নির্বাচন করতে দিবো না।
মিছিলে উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.