দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি উড়িষ্যা-অন্ধ্র উপকূলে অবস্থান করছে এবং তা ঘনীভূত হতে পারে।
এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপ কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী বর্ষণের এই প্রবণতা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.