ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ৪র্থ দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা সহযোগিতা করেন।
সোমবার সকাল ১০ টায় বলাখাল যোগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ে ৪র্থ ধাপের কার্যক্রম উদ্বোধন করেন বলাখাল যোগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল ইসলাম ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট এবং স্কাউট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শরীফ।
উদ্বোধন পরবর্তীতে বলাখাল যোগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ও বলাখাল বাজারের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ লিফলেট ও মাইকিং করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ব্র্যাক হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, হাজীগঞ্জ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড অর্গানাইজার কামরুন্নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের দলনেতা ইয়াসিন আরাফাত, উপ-দলনেতা মোহাম্মদ ইউসুফ, সহ যুব সদস্য রাহাদ জামান, নিরব আহমেদ, মাহমুদুল হাসান, আল-আমীন মজুমদার, শাহজাদা জামান, আবদুল্লাহ আল মাহমুদ, নুসরাত, মিলি, বৃষ্টি, জাহিদুল হাসান, ইমন, নাঈম, রায়হান মজুমদার, প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.