চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জন্য চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে হাসপাতালের ২য় তলায় ফিতা কেটে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পরে তিনি চিকিৎসকদের নিয়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড এসকেনু (নবজাতদের ইমারজেন্সি কেয়ার) ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, অতি শিঘ্রই চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই বেশী সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। চাঁদপুর সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভাল। আমি নিজে অসুস্থ হলে এখানে চিকিৎসা করতে পারবো বলে মনে করি।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ গফুর মিয়া।
উল্লেখ্য, পোস্ট অপারেটিভ ওয়ার্ড হলো অপারেশনের পর রোগীকে এই ওয়ার্ডে পর্যবেক্ষনের জন্য রাখা হয়। এখানে ১২ টি বেড, হুইল চেয়ার, কার্ডআপ মনিটর, অক্সিজেন ও ব্যাকাম সাকারসহ অন্যান্য সামগ্রী রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.