চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় চাঁদপুরের সু-প্রতিষ্ঠিত স্বপ্নকুড়ী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন স্বপ্নপুরী সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুলতানা আক্তার সেতু, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান লিটন, সদস্য রাকিব, স্মৃতি, মেঘলা, ফাতেমা, বাবু, রায়হান, মিরাজ, দীপু সহ আরো অনেকে।
সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ -২০২৫ এর আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব পিএম বিল্লালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ -২০২৫ এর প্রধান সমন্বয়কারী অ্যাড. নুরুল হক কমল ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ -২০২৫ এর চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকার।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.