চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড জি. টি রোড দক্ষিণ, সরকার বাড়ির সড়ক সংস্কার, প্রসস্থকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ১২নং ওয়ার্ড সরকার বাড়ির সামনে স্থানীয় শতাধিক বাসিন্দাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চাঁদপুর আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুলাহ আল মাহিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ হোসাইন বলেন, একটু বৃষ্টি হলে এই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তাদের স্কুলে যেতে কষ্ট হয়। স্কুলে যাওয়ার সময় হাতে থাকা বই-খাতা, কলম সহ যাবতীয় আসবাবপত্র পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এবং নোংরা পানির কারণে পায়ে ফোসকা উঠে যায়। তাই দ্রুত এর সড়কটি সংস্কার ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণ করার দাবী তাদের।
স্থানীয় বাসিন্দা সোহাগী আক্তার বলেন, পৌরসভার ১২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি। তবে এই এলাকাটাই বেশি অবহেলিত। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকার কারনে চালাচল করা যায় না। আবার একবার জলাবদ্ধতা হলে কয়েকমাসেও তা নিরসন হয় না। এতে বৃষ্টি হোক বা না হোক সাঁকো ব্যবহার করে বাড়িতে আসা-যাওয়া করগে হয়।
সোহাগীর মতোই দুর্ভোগের বর্ণনা তুলে ধরেন এ্যাডভোকেট ফয়সাল হোসাইন, এ্যাডভোকেট মো. নুরুল হক কোমল, এ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মো. আব্দুস সামাদ।
তারা বলেন, এই এলাকায় ১ হাজার পরিবারে ১০ হাজার মানুষের বসবাস। অথচ পৌর কর্তৃপক্ষের কোনো চিন্তা নেই এই সড়কটি নিয়ে। ১২ নং ওয়ার্ডের সকল শ্রেণীর পেশার মানুষ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। চাঁদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এ ওয়ার্ড, যেখানে জেলা প্রশাসকের কার্যালয়, দায়রা জজ আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। অথচ এ ওয়ার্ড সব চেয়ে বেশি অবহেলিত। এ সড়টির বিষয়ে পৌর মেয়র ও পৌর প্রশাসনের কাছে যেতে যেতে আমরা ক্লান্ত। তবুও তারা কোনো সুরাহা করছে না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না জলাবদ্ধতার কারনে। এ ওয়ার্ডে কয়েকটি স্কুল এবং মাদ্রাসা রয়েছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সড়কটি সংস্কার, প্রসস্থকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণ কাজ দ্রুত শেষ করুন।
মানববন্ধনে ওই সময় চাঁদপুর আইডিয়া স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন:- সড়ক সংস্কার, প্রসস্থকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবী।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.