শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাহাপুর বাগান বাড়ির বাসিন্দা ডিপ্লোমা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান ১১ আগস্ট ঢাকার উত্তরায় কাজ শেষে টঙ্গী যাবার উদ্দেশ্যে বাসে উঠতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর নিচের দিকের অংশের হাড় ভেঙ্গে ফেলেন। দূর্ঘটনায় পর পরই তাকে উত্তরার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে চিকিৎসক তাকে দ্রুত ঢাকার শেরে বাংলাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পঙ্গু হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তার পায়ের অবস্থা খারাপ দেখে দ্রুত অপারেশন করার ব্যবস্থা করেন।
তার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তাই আত্মীয় স্বজনের সহায়তায় ও ধারদেনা করে অপারেশন ও চিকিৎসা চলছে তার। ইতিমধ্যে চিকিৎসায় বাবদ তার ৭০ হাজারের অধিক টাকা ব্যয় হয়েছে তার। অপারেশনের স্থানে প্রতিদিন ড্রেসিং করতে হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পায়ের হাঁটুর হাড় ঠিক হতে আরও দুই সপ্তাহের বেশি সময় লাগবে।
এদিকে চিকিৎসা বাবদ প্রতিদিন যে পরিমাণ টাকা ব্যয় হচ্ছে তাতে চিকিৎসক জানিয়েছেন তার সুস্থতার জন্য আরও কমপক্ষে দেড় থেকে দুই লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু অসহায় নুরুজ্জামানের হাতে কোন টাকা নেই।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি গত ২৭ আগস্ট ঢাকা শেরে বাংলাস্থ পঙ্গু হাসপাতালে পূণরায় ভর্তি হয়েছেন। ২ সেপ্টেম্বর তার পায়ে দ্বিতীয়বার অপারেশন করা হয়েছে। আর্থিক অনটনের কারণে তিনি চিন্তিত। কারণ অপারেশন সহ অপারেশন পরবর্তী প্রয়োজনীয় ঔষধ পথ্য বাবদ প্রয়োজনীয় ব্যয় মেটানোর কোন আর্থিক ব্যবস্থা ও সংস্থান নেই তার। তিনি বর্তমানে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ওয়ার্ড নম্বর-বি, বেড নং -২৩ -এ ভর্তি আছেন।
এমতাবস্থায় অসুস্থ নুরুজ্জামান সুস্থ হয়ে কাজে ফিরে যেতে চিকিৎসার জন্য মানবিক সহায়তার জন্য সমাজের দানবীর ও বিত্তশালী এবং বন্ধু-শুভার্থীদের নিকট আর্থিক সহায়তার জন্য হাত বাড়িয়েছেন। কেউ সহায়তা করতে চাইলে নিচে তার বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন।
মোঃ নুরুজ্জামান -এর বিকাশ নম্বর : ০১৭১২ ৫৩৫৭৮৯, কেউ কথা বলতে চাইলে ০১৭০৩৭৭৬৪৬৬ এই নম্বরে কথা বলতে পারেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.