চাঁদপুরের বাবুরহাটে স্টার আয়রন ট্রেডার্সের ম্যানেজার হানিফ হাজী প্রতিষ্ঠানের ১৮ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যান। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
ঘটনার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি চাঁদপুর মডেল থানায় নথিভুক্ত হয় এবং এসআই গাজী কালামকে তদন্তভার দেওয়া হয়।
পুলিশ তদন্ত চালিয়ে মহামায়া এলাকা থেকে হানিফ হাজীকে আটক করে। জানা গেছে, তিনি লোধেরগাঁও গ্রামের জিতু হাজীর ছেলে।
কয়েক বছর স্টার আয়রন ট্রেডার্সে ম্যানেজার হিসেবে কাজ করলেও তিনি নিয়মিত হিসাবের গরমিল করতেন। এভাবেই বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেন। পরে মালিক টাকা চাইলে তিনি উত্তেজিত হয়ে হুমকি দেন।
এমনকি তাকে আটক করার পর কিছু রাজনৈতিক পরিচয়ের মানুষ এসে প্রভাব খাটানোর চেষ্টা করে এবং বাদীকে মামলা তুলে নিতে চাপ দেয়। মালিকের অভিযোগ, শুধু টাকা নয়, হানিফ হাজী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দিয়েছেন।
বুধবার দুপুরে আটক হানিফ হাজীকে আদালতে প্রেরণ করে পুলিশ।
শেষ পর্যন্ত মালিক ন্যায়বিচারের দাবি জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.