চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে ১০ বছর বয়সী জান্নাতুল আফরা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। সোমবার সকাল আনুমানিক ৭ টার সময় মহামায়া আইড় বাড়ী (সাইফুল হুজুর এর বাসা), তার মেঝো বোনের ভাড়া বাসা থেকে পাশর্^বর্তি তাহসিনুল উম্মাহ মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ৫০, তারিখ: ০১/০৯/২০২৫ খ্রি.
জান্নাতুল আফরার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফিট ৯ ইঞ্চি, তার পড়নে সাদা রংয়ের জামা ও কালো ওড়ানা ছিলো।
উল্লেখ্য, জান্নাতুল আফরা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী (সাচ্চার) বাড়ির মুফতি দেলোয়ার হোসেনের ছোট মেয়ে। যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে উল্লেখিত ঠিকানায় অথবা ০১৮৭৯৯০৪০৯৬/০১৬২৪-০৩২৫৪৪ নম্বরে যোগাযোগ করা জন্য অনুরোধ করা গেলো।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.