মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মতলব আল রশিদ ক্লাবের পুণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আল রশিদ ক্লাবের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া,ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম।
এসময় বক্তারা বলেন, মতলব দক্ষিণ উপজেলার পুরোনো একটি ক্রীড়া সংগঠন আল রশিদ ক্লাবটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে আবার চালু করার প্রক্রিয়া গ্রহণ করায় সকলেই সন্তোষ প্রকাশ করেন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা হবে।
সভায় ক্লাব সংক্রান্ত বিভিন্ন বিষয়, পরিকল্পনা বা সমস্যা নিয়ে পারস্পরিক আলোচনা ও মতামত আদান-প্রদান করা হয়। এই ধরনের সভায় সাধারণত ক্লাবের কার্যক্রম, উন্নয়ন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন আল রশিদ ক্লাবের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আল রশিদ ক্লাবের সহ সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আরেফিন শাওন উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
পরে ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক সচিব এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আল্ রশিদ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.