“নব দিগন্ত গড়বে পথ, তারুণ্য চেতনায় করব শপথ” — এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, রবিবার সকালে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পুরানো ভবনের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন স্যার।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরিফ উল্লাহ স্যার। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক, মতলব বার্তার নির্বাহী সম্পাদক ও চাঁদপুর টিভি'র চেয়ারম্যান আল আমীন পারভেজ, নিশ্চন্তপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক জয়নাল আবেদীন স্যার, আইসিটি প্রভাষক সমীর ঘোষ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন তরুণ সংগঠক ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন সরকার, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মুন্সি, পদুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত, মেডিফাস্ট মেডিকেল সার্ভিস এর সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।
অনুষ্ঠানে নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মহোসেনা আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বই ঘর লাইব্রেরি'র স্বত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোসলেম উদ্দিন শিপন।
পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি। দোয়া ও মিলাদ শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.