বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ এবং জনগণ তাদের আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জাপা মহাসচিব একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি আহ্বান জানিয়েছেন- প্রয়োজনে তিনি যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জাপা মহাসচিব।
কাজী মামুনূর রশিদ বলেন, ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী দেশব্যাপী মব ভায়োলেন্স, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতায় দেশবাসীর যখন নাভিশ্বাস উঠে যাবার উপক্রম, ওই সময় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সরাসরি হস্তক্ষেপে দেশব্যাপী কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করে। কিন্তু এখনো কতিপয় গোষ্ঠীর দুর্বৃত্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শুক্রবার মব সৃষ্টি করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগের অপচেষ্টা করা হয় অভিযোগ করে কাজী মামুন বলেন, ‘এই মব সৃষ্টিকারীরা ৫ আগস্টের পর দুবার জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে কিন্তু গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জাতীয় পার্টির কার্যালয় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর হতে বাধ্য হয়।’
বিবৃতিতে জাপা মহাসচিব বলেন, ‘মব সৃষ্টিকারী ও লুটপাটকারীদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করে দেবার পর কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের পক্ষে মায়াকান্না শুরু করেছে। তাদের সাথে তাল মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে মব সৃষ্টিকারীদের রক্ষায় যারা তৎপর তারা বর্তমান সরকারের অংশ।’
‘আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) বিরুদ্ধে কতিপয় দেশবিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় পার্টি এ ধরনের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে।’ বলেন কাজী মামুন।
বিবৃতিতে বলা হয়, ‘মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, লুটপাট করে জাতীয় পার্টির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ। জনগণ তাদেরকে আর দেখতে চায় না। আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ জাতিকে বিদ্যমান গোমট পরিস্থিতি থেকে মুক্তি দেয়ার দেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি।’
অন্যথায় আগামী দিনগুলো এই দেশ ও জাতির জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে বলে হুঁশিয়ার করে কাজী মামুন বলেন, ‘এ ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল ওয়াকার- উজ-জামানের প্রতি আমাদের বিনীত অনুরোধ, গত বছর জাতি আপনার ওপর আস্থা রেখেছিল, তার প্রতি সম্মান দেখিয়ে আপনি প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুন।’
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.