চাঁদপুর সদর ও হাইমচরের একাধিক স্থানে কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের ব্যানার ফেস্টুন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে বহরিয়া বাজার দুলাল খান স্কয়ার মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তাঁতী দলের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, সহ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত গাজী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সবুজ ভূইয়া, জেলা তাঁতি দলের সদস্য লিটন গাজী, মনছুর বেপারী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস বেপারী, সাংগঠনিক সম্পাদক মুসলিম শেখ পাভেল, হানারচর ইউনিয়ন তাতী দলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর গাজী, জেলা তাঁতী দলের সদস্য টিপু ভূইয়া, সিহাব সুমন, শেখ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। একটি মহল আমাদের এই কাজকে নাস্যাৎ করতে আমাদের ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে এর বিচার ছেয়েছেন তারা এবং অনতিবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.