চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উত্তর উপাধি ইউনিয়ন পরিষদ ভবনটি কত বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে তা এলাকাবাসীও সঠিক হিসাব বলতে পারে না। এ অবস্থায় ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে বিভিন্ন পরিসেবা ব্যাহত হয়।
৫ নং উত্তর উপাধি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত মূল ভবনটি আড়ং বাজারসংলগ্ন অবস্থিত। বর্তমান ইউপি চেয়ারম্যান অনেক বছর যাবৎ পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার থানাধীন উত্তর উপাধি ইউনিয়ন পরিষদ ভবন কত সালে নির্মাণ করা হয়েছে এলাকাবাসী বলতে পারে না। তবে নির্মাণের পর সংস্কার না করায় দীর্ঘদিনে ভবনটি ব্যবহার অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে গেছে। কিছু কক্ষের দরজা-জানালাও নাই।
ঝোপ-ঝাড়ে ভরে আছে। এ অবস্থায় যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনিই সদস্যদের সাথে আলোচনা করে পরিত্যক্ত ভবন পরিষদ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেন। এতে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের বিভিন্ন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ প্রধান বলেন, ইউনিয়ন পরিষদ ভবনটি ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত থাকায় পরিষদের কার্যক্রম চালাতে কষ্ট হচ্ছে , পরিষদে যেতে ভয় পান সাধারণ মানুষ। কখন যেন ছাদ ভেঙে পড়ে মাথায়। পরিষদের পুরো ভবনই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। চেয়ারম্যানের কক্ষের মেঝেতে ম্যাট বিছিয়ে অফিস করতে হয়। কমপ্লেক্স নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.