ঢাকা মহানগর উত্তর ড্যাব এর সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপি সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। এ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই সফল হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে এসে শাসন ব্যবস্থা গ্রহণ করবেন।
শুক্রবার বিকেলে মতলব ফতেপুর পূর্ব ইউনিয়নে রসুলপুর হাজী চানবক্স সরকার দাখিল মাদ্রাসা মাঠে মরহুম আলী আহমেদ সরকার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সরকার মাহবুব আহমেদ শামীম আরও বলেন, খেলাটি আমার বাবার স্মৃতির সঙ্গে জড়িত। তাই প্রতিবছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা মেজবাহ উদ্দিন মেজু। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৈফিক আজীম মিশু প্রমুখ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল মিলারচর একাদশ বনাম সানাতের কান্দি একাদশ। নির্ধারিত সময়ে (প্রথমার্ধ ২৫ মিনিট ও দ্বিতীয়ার্ধ) কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে সানাতের কান্দি একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ডালিম চৌধুরী। সহকারী রেফারি ছিলেন রাসেল ও জুয়েল মাস্টার। ধারাভাষ্য দেন মোহাম্মদ সাব্বির। আর পুরো টুর্নামেন্টের আয়োজন করেন নাহিদুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.