প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
আল আমিন হত্যার প্রধান আসামি বন্ধু তোরাব গ্রেফতার

চাঁদপুর শহরে আলোচিত কিশোর আল আমিন হত্যাকান্ডের প্রধান আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
শুক্রবার দুপুরে মামলার প্রধান আসামী তোরাবুর রহমানকে আদালতে পাঠায় পুলিশ।
চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের কালিবাড়ি এলাকা থেকে আল আমিনের বন্ধু তোরাবুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
ঘটনাটি ঘটেছিল গত ১২ জুলাই, শনিবার রাতে। শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পাড়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয় আল আমিন। তাকে অর্ধমৃত অবস্থায় লেকের পানিতে ফেলে দেওয়া হয়। পরে সেই গ্যাংয়ের সদস্যরাই তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিনের বয়স মাত্র সতেরো। সে পৌরসভার মুমিন পাড়া এলাকার রমজান আলীর ছেলে।
জানা যায়, তার বন্ধু তোরাবুর রহমানই সেদিন তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। সন্ধ্যায় কয়েকজন মিলে লেকের পাশে আড্ডা দিতে বসে। তখনই শুরু হয় মারধর, এরপর ঠেলে ফেলা হয় পানিতে। অনেক দেরিতে বন্ধুদের হাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আল আমিনের পরিবার অভিযোগ করেছে, হত্যার পর নাটক সাজাতে গ্যাং সদস্যরা নিজেরাই হাসপাতালে নিয়ে আসে। আগের দিনও একই গ্যাং হাজী মহসীন রোডে সংঘর্ষে জড়িয়েছিল। নিহতের শরীরে ছিল জখমের চিহ্ন, চোখের পাশে রক্তাক্ত ক্ষত, হাতে আঘাতের দাগ।
এই ঘটনায় আল আমিনের বাবা রমজান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পরিবারের দাবি, এই নৃশংস হত্যার বিচার দ্রুত হওয়া উচিত।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.