চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে নিয়মিত বহু বিচারপ্রার্থী মানুষ জেলা আদালতে আসেন। এসব লোকদের বিশ্রামের জন্য ‘ন্যয়কুঞ্জ’ নামে ঘরের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতা কেটে এটির উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।
যার ফলে এখন থেকে জেলা জজ আদালতে বিচারের জন্য আসা নারী, শিশু ও বয়স্ক লোকদের বিশ্রামের জন্য নির্দিষ্ট স্থান তৈরি হলো। আর এই কাজটি মহতী উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন চাঁদপুরের আইনজীবী মহল ও বিচারপ্রার্থীরা।
চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর ব্যাপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা সহ অন্যান্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।
বিচার বিভাগের আয়োজনে ‘ন্যয়কুঞ্জ’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.