চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা প্রচারনামুলক ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।
উদ্বোধন কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: মিজানুর রহমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প ফরিদগঞ্জ এর প্রোগ্রাম অফিসার মো: মাহবু্বুল আলম।
উদ্বোধন কালে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ডেঙ্গু, চিকনগুণিয়াসহ সকল রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় করায় তাদের ধন্যবাদ। একই সাথে বিডি ক্লিন আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে, তাতে আমরা আশান্বিত।
এর আগে ক্লিনিং ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.