চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৪৯ নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিনের টিকার জন্য নিজ অর্থায়নে অনলাইন নিবন্ধন করে দিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদার।
রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম নেছা, সহকারী শিক্ষক কামরুন নাহার, মো. মুরাদ হোসেন পাটওয়ারী, খাইরুল ইসলাম, রাবেয়া আক্তার, মো. আবু নাঈম সাহাবুদ্দিন, মাইমুনা আক্তার সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদারের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক ও এলাকাবাসী বলেন, ওনার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত ও সু-স্বাস্থ্য দান করে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলগী পোলের গোড়া স্বাধীন বাংলা বাজারের মহিম টেলিকম সেন্টারের প্রোপাইটর মহিম তালুকদার।
উল্লেখ্য, দেশের প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা (১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত) নিতে পারবেন এই টিকা। আগামী ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ১০ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে।
এদিকে, স্কুলে শিক্ষার্থীদের টিকা নিতে আগেই করতে হবে রেজিস্ট্রেশন। গত ১ আগস্ট থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের এ টিকা নিতে রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে উক্ত বিদ্যালয়েও শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.