ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট বেইলি ব্রিজ থেকে উভারামপুর গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতি পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির।
বৃহস্পতিবার নির্বাহী প্রকৌশলী ওই সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এ সময় এলাকাবাসী এবং ভুক্তভোগী লোকজন তাদের সড়কটি সংস্কার না হওয়ার কারণে দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।
এক যুগের অধিক সময় এই সড়কটি কিভাবে সংস্কার ছাড়া ছিলো এবং জেলা কার্যালয়ের নজরের বাহিরে ছিলো বিষয়টি জেনে নির্বাহী কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।
এদিকে সম্প্রতি গনমাধ্যমে এই সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এতে জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে এলইজিডির কর্মকর্তাদের। যার ফলে নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন এ সড়কটি। এই ছাড়াও এইদিন নির্বাহী কর্মকর্তা উপজেলার আরো কয়েকটি সড়কের কাজ পরিদর্শনে যান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইউডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, আমি রাস্তাটি নিজে পরিদর্শন করে দেখলাম খুবই খারাপ অবস্থায় আছে। এই সংস্কারের জন্য আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এই অর্থবছরে টেন্ডা প্রক্রিয়া সম্পন্ন করে এটি সংস্কার করার চেষ্টা করবো।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ইতোমধ্যে এই সড়কটির যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা একটি প্রাক্কলন তৈরী করে পাঠিয়েছি। নিয়মানুসারে বাকি কাজ সম্পন্ন হলে কুমিল্লা জোনাল অফিসে পাঠানো হবে। এরপর অনুমোদন হলে কাজ শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.