মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে নিয়ম বহির্ভূত ও দূর্নীতি করে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে অত্র কলেজ অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কলেজের বিদ্যুোৎসাহী সদস্য আফজাল হোসেন বলেন, কলেজ থেকে সভাপতি নির্বাচনের জন্য তিনজনের নাম পাঠানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তা থেকে সভাপতি নির্বাচন না করে নিয়মবর্হিভূত ও কিছু অসাধু কর্মকর্তা দূর্নীতি করে অন্য একজনকে সভাপতি পদে নির্বাচিত করেছেন। যা এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের শুভাকাঙ্খীরা মেনে নিতে পারছে না।
তাই দ্রুত ওই আদেশ বাতিল করে কলেজ থেকে যে তিন জনের নাম দেওয়া হয়েছে সেখান থেকে একজনকে নির্বাচিত করতে সংসবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির নিকট অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক জসিম উদ্দিন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.