‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে এই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক মাসুম ইকবাল ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তার বাড়ি উপজেলার গাজীপুর গ্রাম।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে তিন শর্তে এই নিয়োগ প্রদান করা হয়।
এসব শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে। তার দাদা মরহুম মুসলিম সওদাগর গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া। ড. মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশির দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। দেশি এবং বিদেশি জার্নালে তার প্রকাশনা সংখ্যা ৫০ এর বেশি। তার সহধর্মিনী ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক মাসুম ইকবাল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্ট কর্তৃক সেরা শিক্ষকের পুরস্কারসহ উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন নানান পুরস্কার।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.