মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বনিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্কর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।
এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, তার বিরুদ্ধে সোমবার স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছে। তাকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.