গত শুক্রবার বিকেলে ঢাকায় বাংলাদেশ সামরিক যাদুঘর আর্ট থ্রি-ডি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
এ বছরের ২৫ জুন নেপালের পোখড়ায় কমুদিনী হোমস স্কুলের গ্যালারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-নেপাল শিশু-কিশোর চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পর বাংলাদেশী শিশু-কিশোরদের জন্য পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কারু অনুষদের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, বিশেষ অতিথি চারুকলা ইউটা চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন আহমেদ ও নন্দিত অভিনেত্রী শাহানা রহমান সুমি।
নর্থ ক্যানভাস বাংলাদেশ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ২২০ জন অংশগ্রহণকারী সহ সারা দেশ থেকে ৪৯৫ জন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলের জন্য শুভেচ্ছা স্বরূপ হিসেবে নর্থ ক্যানভাস এ্যাওয়ার্ড সার্টিফিকেট এবং প্রদর্শনীর ছবি সম্মিলিত ক্যাটালগ প্রদান করা হয়।
এছাড়া প্রতিটি গ্রুপ থেকে ১০ জনকে শ্রেষ্ঠ আঁকিয়ে-রা দের এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অংশগ্রহণকারী আঁকিয়ে-রা দের সম্মানিত প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সারা দেশ থেকে অংশ নেয়া ১৮ টি আর্ট স্কুলের মধ্যে ৩ টি আর্ট স্কুলকে সম্মাননা প্রদান করা হয়।
চাঁদপুর জেলা সদর থেকে 'রঙের চারু' আর্ট স্কুল থেকে অধ্যক্ষ প্রশিক্ষক অজিত দত্তকে বিশেষ সম্মাননা, ক্ষুদে চিত্রশিল্পী মোমেনা ফাইরোজ নূহিন, আফিফা মাহমুদ, বিন্দু বৈদ্য, জিনিয়া ইসলাম, সিদরাতুল মুনতাহা জোহা, উম্মে দাস অঙ্কিতা, সাবেরা ইকরা মম কে নর্থ ক্যানভাস এ্যাওয়ার্ড সার্টিফিকেট এবং প্রদর্শনীর ছবি সম্মিলিত ক্যাটালগ প্রদান করা হয় এবং মোমেনা ফাইরোজ নূহিন কে শ্রেষ্ঠ ক্ষুদে চিত্রশিল্পী ভূষিত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.