চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ঠাকুরবাজার এলাকায় অবস্থিত মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ-প্রো: এমরান হোসেন এর গোডাউনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
গত ৮ জুলাই রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদল নাইট গার্ডের হাত-পা বেঁধে শাটার ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ৫১ কেইস বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং মোবাইল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করলে, শাহরাস্তি থানায় মামলা নং-৩, ২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান।
পুলিশ সুপার জানান, ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমানের নির্দেশনায় এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম-বার এর সার্বিক সহযোগিতায় অভিযানে নামে পুলিশ।
অভিযানে লক্ষ্মীপুর জেলা থেকে মোঃ দেলোয়ার (পিতা-মৃত আনোয়ারুল্লাহ, সাং- টুমচর, থানা- সদর, জেলা- লক্ষ্মীপুর) কে গ্রেফতার করা হয়। একইদিনে গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে আরো তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১. মোঃ আব্দুল মালেক আকন (৬০), সাং- সুবাড্ডা, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা
২. মোঃ সোহেল রানা ওরফে শাওন (৩৯), সাং- ঘাসখাল, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; বর্তমান ঠিকানা: সাভার, কাতলাপুর
৩. মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২), সাং- মুসলিম পাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে—মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবুর বিরুদ্ধে ৬টি, আব্দুল মালেক আকনের বিরুদ্ধে ৩টি এবং দেলোয়ারের বিরুদ্ধে ২টি মামলা চলমান।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৬৫ প্যাকেট সিগারেট (ব্র্যান্ড: ম্যারিজ ও ব্ল্যাক ডায়মন্ড), যার অনুমান মূল্য ২৯,৭৭৫ টাকা, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০,৫০০ টাকা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.