রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার ২৩ জুলাই থেকে আবারো মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।
মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরী করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য, যা আগামীদিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানসূচি সংক্ষেপে তুলে ধরে বলা হয়, সকাল ৯ টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন ও বিকাল ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
এই পদযাত্রায় উপস্থিত থাকবেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আরও উপস্থিত থাকবেন জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত থাকবেন সার্জিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.