বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে।
২১ জুলাই শহরের ওয়াইডব্লিউসিএ স্কুলের হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি ওমর ফারুক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা সাহার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সহ-সভাপতি ফারুক আহমেদ বাদল, সদর শাখার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদিকা পাপড় বর্মন, সহসাধারন সম্পাদক লিন্ডা লাবনিসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
বক্তারা বৃত্তি প্রাপ্তে ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল জেলার ১ম স্থান অধিকার করায় বিদ্যালয়টিকে ধন্যবাদ জানান। পরে বিদ্যালয়ের ১০২ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছাত্র ছাত্রী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.