শাহরাস্তি উপজেলায় প্রেমঘটিত কলহের জেরে মোছাঃ কুলসুম আক্তার বৃষ্টি (১৯) নামের এক তালাকপ্রাপ্ত তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের ধন মিয়া গাজী বাড়িতে।
জানা যায়, কুলসুম আক্তার বৃষ্টি গত ১৬ জুলাই তার বড় বোন খাদিজা আক্তারের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর ১৭ জুলাই রাত অনুমানিক ১১টা থেকে ১৮ জুলাই ভোররাতের কোনো একসময় বসত ঘরের টিনসেটের অ্যাঙ্গেলের রডে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয় মেম্বার ও স্বজনরা লাশ ফাঁস থেকে নামিয়ে খাটে শোয়ায়। পুলিশ কক্ষের ভেতর খাটের উপর দক্ষিণমুখী অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
গোপন সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধ ও পারিবারিক টানাপোড়নই আত্মহত্যার প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মৃত কুলসুম আক্তার বৃষ্টির বাড়ি উপজেলার দেবকড়া গ্রামের লদের বাড়ির মোঃ সিরাজুল ইসলাম মেয়ে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য: এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.