বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনায় চাঁদপুর পুরান বাজারে অর্ধ-শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ কায়দা রেলসহ শিক্ষা সামগ্রী এবং খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার পুরান বাজারের ২নং ওয়ার্ডের রনগোয়ালে আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন ছবক অনুষ্ঠানে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল শিক্ষার্থীদের মাঝে খাবার, কায়দা, রেহেল, কোরআন শরীফসহ শিক্ষা সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার ইমাম ও খতিব আব্দুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার ও আবৃত্তিশিল্পী মিজানুর রহমান স্বপন, শিক্ষক মন্ডলি, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রিয়া আক্তার, নাসরিন আক্তার, সূচনা আক্তার, মাদ্রাসার দেড়শতাধিক ছাত্র ছাত্রী, শতাধিক অভিভাবক সহ এলাকার সুধীজন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.