বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড ও মহল্লা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ডিএন হাই স্কুলে পৌর ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. শামছুল ইসলাম মন্টু।
তিনি বক্তব্যে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অপরাধ করে বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। ঘরে বসে থাকার সময় এখনও আসে নাই। দলের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পৌর ১০নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আপনারা সদস্য অর্ন্তভুক্ত করবেন না। এই ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে চাঁদপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগলে রেখেছেন। তিনি একজন ত্যাগি ও নির্যাতিত নেতা। সময় এসেছে এখন তার জন্য কাজ করার। সকলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের সালাম পৌঁছে দিবেন। আমরা সকলে সজাগ থাকলে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সহিদুল্লাহ ভূঁইয়া, পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুমন মোস্তান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সভাপতি আক্কাস মজুমদার, নজরুল ইসলাম, আবুল বাশার, শাহ আলম কিরন, ২নং মহল্লা কমিটির সভাপতি রুহুল আমিন, ৩ নং মহল্লা কমিটির সভাপতি তৈয়ব তাহের টিটু, সাবেক সভাপতি নজরুল ইসলাম খান সুমন, ৪নং মহল্লা কমিটির সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মমির হোসেন, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাহফুজ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.